শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শেখ ফরিদ
ঢাকা সদরঘাট পাটুয়াটুলী ব্যবসায়ীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে মানব বন্ধন ও প্রতিকী ধর্মঘট করেছে। ঘন্টা ব্যাপি কর্মসূচি চলাকালিন সময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার আশ্বাসে ব্যবসায়ী সমিতির লোকজন ধর্মঘট বন্ধ করে দেয়।
আজ দুপুর ১২ টায় সদরঘাট এলাকায় পাটুয়াটুলী সড়কে জগন্নাথ বিদ্যালয়ের নামধারী ছাত্রদের সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন। এসময় ঘড়ির ব্যবসায়ী, চশমা ব্যবসায়ী, ইলেকট্রনিক্স ও বস্ত্র ব্যবসায়ীরাসহ কয়েক হাজার ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। ব্যবসায়ীদের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্ররা সন্ত্রাসী ও চাঁদাসহ বিভিন্ন অপকর্ম বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসুচি নেয়া হবে বলে হুসিয়ারী দেয়।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো.বদরুল হাসান মানব বন্ধন ও প্রতিকী ধর্মঘট বন্ধ করে দোকান পাঠ খুলে ব্যবসা বানিজ্য চালিয়ে যাওয়ার অনুরোধ করে। এ বিষয় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।