বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ
ঢাকা রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের। ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ট ওসি হিসেবে শাকের মোহাম্মদ যোবায়েরের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন অতি. ডিআইজি (ক্রাইম) আবুল কালাম আজাদ, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ। জানা যায়-মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতারে অসামান্য অবদান রাখায় রেঞ্জ ডিআইজি কর্তৃক ২০১৮ সালের আগষ্ট মাসের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন শাকের মোহাম্মদ যোবায়ের।