ঢাকা ২ আসনের আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা ২ আসনের আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুলাই কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামিলীগের সভাপতি এবং ঢাকা ২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ খোকন, এ গফুর, শেখ বাদল, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেনসহ ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা, কামরাঙ্গীচর,সাভারের তেতুল ঝড়া, আমিন বাজার ও ভাকুর্তার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি সভায় তৃনমূলের নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা ২ আসনের তৃনমুলের নেতা কর্মীরা শাহীন আহমেদ কে যে কোন সময় কাছে পায়। আমরা তৃনমূলের সব বিষয়ে শাহীন আহমেদ কাছে যেতে পারি। আমাদের নেতৃ শেখ হাসিনা বলেছেন তৃনমুল যার নৌকা তার। ঢাকা ২ আসনের তৃনমুল শাহীন আহমেদের। তাই আমরা নেতৃর কাছে আমাদের দাবী জানাই, আগামী নির্বাচনে ঢাকা ২ আসনের নোকার মনোনয়ন যেন শাহীন আহমেদ কে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, আপনারা সবাই জানেন, তৃনমুলের নেতা কর্মীদের চাওয়ার প্রেক্ষিতে আমি গত ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন শাহীন তুমি এবার নির্বাচন করো না, আমি তোমার বিষয় টা আগামীবার দেখবো। আমি মাননীয় নেত্রীর কথা অনুযায়ী নির্বাচন করি নি। আবারো নির্বাচন এসেছে, এবার নেত্রী আমাকে ঢাকা ২ আসনের নৌকা দিবে এবং আমি মাননীয় নেত্রীকে নৌকার জয় এনে দিবো ইন সা আল্লাহ।
ঢাকা ২ আসনের সর্বস্থরের জনগনের আয়োজনে প্রতিনিধি সভার সভাপতিত্ব করেন রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলিম।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com