শামীম আহম্মেদঃ
প্রতীক বরাদ্ধের পর পরই ভোটযুদ্ধে নেমেছেন সকলদলের প্রার্থীরা। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারনায় নামেন ঢাকা-২ এর বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি। তার এ নির্বাচণী প্রচারনার শুরুতেই যেন নেতা-কর্মীদের বাধভাঙ্গা জোয়ার নেমেছেন। কেরাণীগঞ্জের শহীদবুদ্ধিজিবী সেতু থেকে শুরু হওয়া তার নির্বাচনী প্রচারনায় স্থানীয় বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেয়। দীর্ঘ দশ বছর পর মিছিলসহকারে উম্মুক্ত রাজপথে নামতে পেরে তাদের মাঝে এক ধরনের উৎফুল্লতা বিরাজ করতে দেখা গেছে। এসময় তারা শীষ শীষ ধানেরশীষ, জোয়ার জোয়ার গনজোয়ার বলে শ্লোগান দিতে থাকে।
জানাযায়, এ আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার মামলা জটিলতার কারনে তিনি প্রার্থী হতে না পারায় প্রার্তী হয়েছেন তারইপুত্র ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি। নির্বাচনী প্রচারনায় অমি বলেন আমি আপনাদেরই সন্তান। আমি নির্বাচিত হলে আমার বাবার স্বপ্নের কেরাণীগঞ্জ গড়ার লক্ষে আপনাদের সু-পরামর্শনিয়ে কাজকরে যাব। তাছাড়া আপনাদের একটি ভোট কারামুক্ত করতেপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।
এসময় তারসাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা ভাইসচেয়ারম্যান মো.রুহুল আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, থানাযুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রিপন, থানা ছাত্রদলের সহ-সভাপতি মো.উজ্জল আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়ালী উল্লাহ সেলিম,কৃষকদল সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন,থানা জাসাস সভাপতি সোহানুর রহমান সোহেল প্রমুখ। #
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com