তেরখাদায় বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬ হাজার।
তেরখাদা প্রতিনিধি:তেরখাদা উপজেলা সদরের ৩টি বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আঁখি শেখের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভ্রাম্যমান আদালত অভিযানটি পরিচালনা করে।
এ সময় তেরখাদা বাজারের অপু সাহার বেকারিতে ৫ হাজার টাকা ও কাটেংগা বাজারের সাহেব হোটেলে ১ হাজার টাকা জরিমানা করা হয়। খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও মুদি, সার-বীজ, ফলের দোকান ও হোটেলে সতর্কবার্তা ও যথাযথ মূল্য তালিকা প্রদর্শন, খাদ্য দ্রব্যর মোড়কের গায়ের উৎপাদনের তারিখ, প্যাকেটজাত করনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্ট ভাবে লিপিবদ্ধ করার নির্দেশনা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি এস এম সোহেল রানাসহ থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com