বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
এই নির্বাচন কমিশনের আওতায়ই আগামী নির্বাচন হবে
-ড.আব্দুর রাজ্জাক।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
এই নির্বাচন কমিশনের আওতায়ই আগামী নির্বাচন হবে। তারাই রিপেক্ষ নির্বাচন দেবে। আমরা তাদেও সহযোগিতা করবো। এমন মনতব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, একটি রাজনৈতিক দল আবারও অসাংবিধানিক সরকার ক্ষমতায় আনতে চায়। তিনি বলেন জনগনের সমর্থন নিয়ে তারা আর কোন দিন এদেশের ক্ষমতায় আসতে পারবেনা।
কৃষিমন্ত্রী আরো বলেন উচ্ছাসের প্লাবনে হাল ধরেছেন শেখ হাসিনা। যে কারনে দেশের মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। বাংলাদেশ আজ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। আমরা ৪০ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্মান করছি। ইনশ্আল্লাহ আমরা একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তেও স্বক্ষম হবো।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন,স্বৈরাচারেরা গণতন্ত্রেও লেবাস ধওে দেশ সাশন করে স্বহিংসতার মাত্রা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলো যা বলে শেষ করা যাবেনা। এসময় তিনি পাবনার শাহাজাদপুরের পূর্ণীমা ধর্ষনের কথা তুলে ধওে তৎকালীন যুবদলের নৃশংসতার কথা জনসম্মুখে পুন:রুত্থাপিত করেন।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম আহবায়ক ম.ই মামুনের সঞ্চালনায় এ সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকাজেলা আওয়ামী লীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো.শাহজাহান,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন।
প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঢাকাজেলা আওয়ামীলীগ সভাপতি কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে সভাপতি ও ম.ই মামুনকে আগামী তিনবছরের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন।