সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসে আগুন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসে আগুন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ইলিশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ইকুরিয়া এলাকায় থানার সামনে ইলিশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে ।
মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পশ্চিম পাশে  এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, ঢাকা মাওয়া মহাসড়কের
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৩০০ ফুট  পশ্চিমে  যাত্রীবাহী ইলিশ পরিবহন নামে একটি থামানো বাসেটিতে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, “আমরা সোয়া সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি ইউনিট ২০মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। আগে থেকেই বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার জব্দ তালিকায় রয়েছে। আগুন লাগার পর বাসটির ভিতরের অংশ পুড়ে গেছে।”
এ ঘটনায় পুলিশ ও র‍্যাবের  উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আমিনুল ইসলাম বলেন,
কে বা কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host