শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
বর্ধিত সভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুনকুটিয়া চৌরাস্তাস্থ শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী রমজান আলী মেম্বারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন।
বর্ধিত সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন ও সফল করার লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ সেলিম আহমেদ বাবু, নুরে আলম, রফিক গাজী ও মিঠু হোসেন এ্যানি মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না ফয়সাল, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো: আশরাফ, সাস্থ্য বিষয়ক সম্পাদক এম এইচ মুরাদ,
শুভাঢ্যা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গুদারাঘাট আঞ্চলিক শাখা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মানিক, তেঘরিয়া ইউনিয়ন সভাপতি মো: সায়েম, জিনজিরা ইউনিয়ন সভাপতি মো: ইভান সহ সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন , আগানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আজহার মাহমুদ সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।