বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল ,
সভাপতি মিরাজুর রহমান সুমন, সম্পাদক রমজান আলী।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও সম্পাদক নির্বাচিত হয়েছেন রমজান আলী মেম্বার।
শুক্রবার (৮এপ্রিল) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মহিলা ড্রিগ্রী কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি উপস্থিত থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই. মামুন।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আশরারুল হাসান আশু, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, সাহিত্য সংস্কৃতির সম্পাদক হাসান মতিউর রহমান, মানবাধিকার সম্পাদক এ্যাড. শাহীনুল ইসলাম, উপ সম্পাদক রাহুল দাস, সদস্য জামিল আহমেদ, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।