সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আয়োজন করেছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের চুনকুটিয়া চৌরাস্তাস্থ প্রধান কার্যালয়ে সামনে মিলাদ দোয়া মোনাজাত ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এবং সদ্য মৃত্যু হওয়া সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায়
এক হাজার গরিব অসহায় পরিবারের মাঝে চাউল ও আলু বিতরণ করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন। আওয়ামী লীগের নেতা হাজী মুজিবুর রহমান
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সোহেল রানা, সাবেক সহ-সভাপতি মোঃ হিমেল, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহ্ সেলিম আহমেদ বাবু, সাবেকসংগঠনিক সম্পাদক মোঃ শেখ রাসেল
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মুজদার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ ফারুক আহমেদ
শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জসিম, স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ নবরাজ মোঃ জসিম মোঃ সুজন আহমেদ, মোঃ মিরাজসহ থানা ও ইউনিয়ন ওয়ার্ডের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন প্রমুখ।