মোঃ মাসুদ
দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই জনসভার অনুমতি দিয়েছে ডিএমপি। নিউজ ঢাকা টুয়েন্টিফোর কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি জানিয়েছেন আগামী ১ সেপ্টেম্বর( সোমবার )বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন আজ বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জনসভা করার জন্য দুই স্থানে অনুমতির বিষয়টি জানানো হলে ডিএমপির কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা করার জন্য মৌখিক অনুমিত দেয় । প্রতিনিধিদলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com