দীর্ঘ দিন পালিয়ে থাকা অপহরণ মামলার প্রধান আসামি চপল (২১) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
গত ৯ আগস্ট ফরিদপুর এবং শরিয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ (পিপিএম) কর্মস্থল কেরানীগঞ্জ মডেল থানায় যোগ দেয়। যোগদানের পর থানার পুরাতন সকল মামলার ডকেট সমূহ পর্যালচনা শুরু করে। পরবর্তিতে মডেল থানা মামলা নং ২(০২)২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০এর মামলাটি দীর্ঘ দিন মূলতবী থাকায় সে মামলার ঘটনার সাথে জড়িত প্রধান আসামীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই শরিফ জানান, ওসি স্যারের নির্দেশনায় ফরিদপুর এবং শরিয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি চপল (২১) কে আটক করি। গ্রেপ্তার আসামি চপলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে দোষ স্বীকার করেছে। আজ (১০, আগস্ট) তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com