দেশটাকে সন্ত্রাসের রাজত্ব বানাতে চায় বিএনপি: নসরুল হামিদ বিপু
কায়েস আহমেদ , ঢাকা জেলা প্রতিনিধি:
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন বিএনপি এখন দেশটাকে সন্ত্রাসের রাজত্ব বানাতে চায়। তারা অগ্নি সন্ত্রাস করে সাধারণ মানুষেকে পুড়ে মারছে। তারা অবরোধ দিছে কিন্তু রাস্তায় তীব্র যানজট দেখা যাচ্ছে। জনগণ তাদের কোন কথাই সাড়া দিচ্ছে না। তাদের সাথে জনগণ নেই সেজন্য তারা নির্বাচনকে ভয় পায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশটাকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ করতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই সবাই ৭ তারিখের নির্বাচনে একসাথে নৌকা মার্কায় ভোট দিতে কেন্দ্রে যাবেন। আবারও শেখ হাসিনাকে দেশের উন্নয়নে ক্ষমতায় আনতে হবে।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তেঘরিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের উঠান বৈঠকে তিনি আরো বলেন তেঘরিয়া এলাকায় দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। ৬০০ বিঘা জমি উপরে এ বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। যেখানে ৩৫ হাজার ছাত্রছাত্রী লেখা পড়া করবে। শুভাঢ্যা খাল এর জন্য ১৭ কোটি টাকা ব্যয় করা হবে সেটা তেঘরিয়ার উপর দিয়ে চলে যাবে। তেঘরিয়াতে স্টেডিয়াম করা হয়েছে। সারা দেশ থেকে স্টেডিয়ামে খেলোয়াড়রা খেলতে আসে। কেরানীগঞ্জ থেকেই জাতীয় দলের খেলোয়ার তৈরি করা যাবে। আগে কেরানীগঞ্জ ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য । এখন কেরানীগঞ্জে সন্ত্রাসীদের কোনো স্থান নেই ।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ'লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আলীগের সহ-সভাপতি ফারুক, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহর মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাট মিয়া প্রমুখ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com