শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
দৈনিক বিশ্ব মানচিত্র মানবাধিকার সংস্থা -এর উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ ।
গত ২২এপ্রিল, শুক্রবার বিকাল ৫ টায় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার হেড অফিসে মানবাধিকার সংস্থা সিপিআরএস এবং দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংস্থার চেয়ারম্যান ও পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র যাত্রাবাড়ি থানার আফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ (দীপ)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়রী প্রেসক্লাব সভাপতি মোঃ রানা আহাম্মেদ, জুরাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, শ্যামপুর প্রেসক্লাব সভাপতি মোঃ জনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুজন শেখ ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা হাবিবুর রহমান সিরাজ বলেন, দৈনিক বিশ^ মানচিত্র পত্রিকাটি ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তিনি এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান । ঢাকার পার্শ্ববর্তী এলাকার কয়েকটি শাখা কমিটির নেতৃবৃন্দ এবং দৈনিক বিশ্ব^ মানচিত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ ছাড়াও সমাজের সকল শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন,সংস্থার কেরানীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান মৃধা, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহম্মদ আলী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, বাড্ডা থানা কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, ওয়ারী থানা কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান সিজান, আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম, জিয়ার উদ্দিন, মো.আমিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ওয়ারী প্রেসক্লাব সভাপতি মো. রানা আহম্মেদ, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিলন , স্টাফ রিপোর্টার আলম খান, মনির হোসেন, আশিকুর রহমান, মোঃ ইমন,শফিকুল ইসলাম, সালেহ আহম্মেদ, ফটো সাংবাদিক কামরুল ইসলাম রানা প্রমুখ। সংস্থার চেয়ারম্যান ও পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন বলেন, আমরা সবাই যদি সর্বদা ব্যক্তিগত ভাবে নিজেদের অবস্থান থেকে মানবাধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হই তবেই বিশ্বে মানবাকিার বাস্তবায়ন সম্ভব। তিনি মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে সিপিআরএস এবং দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী ও মাস্ক বিতরণ করা হয়। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর মধ্যে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রদত্ত ডিএমপি’র যাত্রবাড়ি থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নাম অন্যতম।