১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার অভিযোগে ২০ বছর আগের পুরনো মামলায় ভারতের একটি আদালত বলিউড সুপারস্টার সালমান খানকে দোষী সাব্যস্ত করেছে।
এমনি তার ছয় বছর পর্যন্ত জেল হতে পারে, তবে তিনি আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আদালত।
এ মামলার অন্য অভিযুক্ত বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবুকে খালাস দিয়েছে আদালত।
কত বছরের কারাদণ্ড হতে যাচ্ছে সালমান খানের সেটি শিগগিরই ঘোষণা করবে আদালত ।
বিশ বছর আগের পুরনো এই মামলার আদেশ দিয়েছেন যোধপুরের ডিসট্রিক্ট প্রিজাইডিং অফিসার দেবকুমার খাত্রী।
আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু ।
এ মামলায় ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে এ দুজনও অভিযুক্ত ছিলেন ।
অভিযুক্ত মিস্টার গাউরে অবশ্য এখনো পলাতক।
সালমান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো যে তিনি ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরের কাছে কানকানি গ্রামে দুটি বিরল প্রজাতির হরিণ শিকার করেছেন।
সালমানসহ উল্লেখিত অভিযুক্ত অভিনেতা, অভিনেত্রীরা সেখানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়েছিলেন।
তবে এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সালমান খান বলেছেন হরিণ দুটি প্রাকৃতিক কারণেই মারা গেছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com