নওগাঁয় দুই দিন ব্যাপি মানাপের নাট্য উৎসব
মোঃ হুমায়ুন কবির সংবাদদাতা।
"আধার কেটে জ্বলুক শিখা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার আয়োজনে ২২-২৩ ডিসেম্বর শহরের প্রাণ কেন্দ্র মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে দুই দিন ব্যাপি নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, ড. শাবিন শাহরিয়ার প্রফেসর, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিদ মেহেদী হাসান, পিএএ জেলা প্রশাসক,নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অল রশীদ ও এ্যাড. সরদার সালাহউদ্দিন মিন্টু উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখা। মো. শরিফুর রহমান সাকিব অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, মো. আব্দুর রহমান অধ্যক্ষ, পূর্ব মান্দা কলেজ, নওগাঁ, এম মাসুদ রানা চেয়ারম্যান, ডানাপার্ক, মো. আবুল হাসনাত এস এ এস সুপার, জেলা হিসাব রক্ষন, নওগাঁ, মো. নবির উদ্দীন সাবেক সভাপতি, জেলা প্রেশ ক্লাব, নওগাঁ, কাজী জিয়াউর রহমান বাবলু সভাপতি, প্যারীমোহন সাধারণ গ্রন্থগার, নওগাঁ। গুণিজন হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহীদা বেগম শব্দ সৈনিক, নওগাঁ, এস এম মজিবর রহমান, সাবেক প্রধান শিক্ষক, নওগাঁ কৃষ্ঞধন (কে ডি) সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, সঙ্গীত নিকেতন, নৃত্য রং একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যাঙ্জলি একাডেমি, মানবাধিকার নাট্য পরিষদ, পৌরসভা, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাইস্কুল নাট্যদল, মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় নাট্যদল, মানবাধিকার নাট্য পরিষদ, হাপানিয়া ইউনিয়ন ও তিলেকপুর ইউনিয়ন, নওগাঁ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com