শামীম আহম্মেদ ঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,নদী আমাদের অনেক কাজে লাগে। নদী আমাদের অর্থনীতির যোগান দেয়। তাই নদী নিয়ে আমাদের বিশ্বমানের স্বপ্ন রয়েছে। নদী দিয়ে আমরা বিশ্বায়নের সাথে যুক্ত হতে চাই। অথচ আমাদের নদীগুলো আজ দখলে-দূষণে বিষবাস্প ছড়াচ্ছে। এখান থেকে আমরা বেড়িয়ে আসতে চাই। যে কারনে নদী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। নৌপ্রতিমন্ত্রী বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নদী খুব ভালো বাসতেন। যে কারনে তার বিভিন্ন যায়গায় যোগাগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। অথচ নদীগুলোর দিকে আমাদের সেভাবে কখনও চোখ দেয়া হয়নি। ফলে বিভিন্ন মাধ্যমে নদীর পরিবেশ ও ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি বলেন নদী পথ আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমরা আমাদের এ ঐতিহ্যকে বিলীন হতে দিতে পারিনা। কাজেই নদীর সাথে আমরা যারা যুক্ত আমাদেরকে নদী রক্ষায় আরো যতœবান হতে হবে। সতর্ক হতে হবে। নদীকে আমাদের ভালো বাসতে হবে। তিনি বলেন নদীর থেকে এত নিরাপদ ও আনন্দময় যাত্রা আর কোথাও হতে পারে না। কাজেই আগামী ১০বছওে আরা নদীর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। প্রতিমন্ত্রী আজ ৩০মার্চ শনিবার রাজধানীর তীরবর্তী বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন -১১-তে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন ব্যবস্থাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনিবলেন আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌপথকে পুরাতন অবয়বে ফিরিয়ে আনা হবে। নদী তীরের দখল ও দূষণরোধ করে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহমান বাংলাদেশকে রক্ষা করতে হলে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এলক্ষ্যে নদীর সাথে সম্পৃক্ত জনগণ, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, নদী খননে গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছে। নতুন নতুন ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছ।
নৌপরিবহন অধিদপ্তরের মমহাপিরচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডবিøউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু এবং নৌপরিবহন অধিদফতরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মঞ্জুরুল কবীর।
উল্লেখ্য-"দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যপি 'নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯' পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ ৩০মার্চ শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ-র্যালী বের হয়।#
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com