স্টাফ রিপোর্টারঃ
নারায়নগঞ্জের সোনারগা উপজেলার কুখ্যাত ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ী রাসেল গ্রুপের বিরুদ্ধে সাংবাদিককে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোনারগায়ে ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করার জের ধরে আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার এস এম রাজু আহম্মেদকে প্রাননাশের হুমকি প্রদান করে রাসেল গং। এব্যাপারে সোনারগাও থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-১০১৭।
জানা গেছে, সোনারগা উপজেলার ুধঘাটা গ্রামের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের পুত্র ভুমিস্যু ও মাদক ব্যবসায়ী রাসেল ভুঁইয়া গত ২০/১১/২০১৮ ইং তারিখে রাত ৮ টার দিকে ২০/২৫ জনের একটি সংবদ্ধ ল নিয়ে আমাকে বাজারের মধ্যে আটক করে প্রাননাশের হুমকি প্রান করে। রাজু আহম্মেদ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। বর্তমানে ঢাকায় কর্মরত আছি। অন্য দিকে রাসেল আমাদের এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও সন্ত্রাসী। তার পিতা সিরাজুল ইসলাম পিরোজপুর ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে এই ইউনিয়নের বিএনপির সভাপতি। তাদের ভয়ে এলাকার সাধারন জনগন কোন প্রতিবাদ করার সাহস পায় না। আমি ইতি পূর্বে মাদক ও অবৈধ ডেজার ব্যবসা, সোনারগায়ের মানবাধিকার কর্মীর চোখ উৎপাটন সহ বিভিন্ন শিরোনামে একাধিক ক্রাইম নিউজ প্রকাশ করি। পাশাপাশি রাসেলের আত্মীয় আমার ভাগনীকে অপহরন করে নিয়ে গেলে আমি সোনারগাও থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করি। এতে সন্ত্রাসী রাসেল ও তার বাবা আমার প্রতি চরম ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে রাসেল তার সহযোগিদের নিয়ে আমাকে ঢাকা থেকে বাড়ী যাওয়ার পে বটতলা বাজারের মধ্যে আটক করে হুমকি প্রদান করে। রাসেল আমাকে বলে- তুই বড় সাংবাদিক হয়ে গেছিস। ভালো হয়ে যা, তানাহলে তোকে জানে মেরে ফেলবো। তোর জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। ইত্যাদি। রাসেল শুধু আমাকেই হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, আমি বাড়ী থেকে ঢাকা চলে আসার পর রাসেল তার বাহিনী আমার বাড়িতে পাঠিয়ে আমার মা ও স্ত্রীকেও ভয়ভীতি প্রদর্শন করেছে। রাসেল বাহিনী এহেন অত্যাচার থেকে রক্ষা পেতে আমি মাননীয় আইজিপি বরাবর ২৬/১১/১৮ ইং তারিখে একটি লিখিত অভিযোগ ায়ের করি। অভিযোগটি সোনারগাঁও সার্কেল এসপি তদন্তের জন্য ৫/৩/২০১৯ ইং তারিখে উভয়পক্ষ তার অফিসে ডেকে এনে বিস্তারিত শুনেন। কিš‘ সার্কেল এসপি আমার কারনে কেন সন্ত্রাসী রাসেল বাহিনীকে ডেকে আনলেন এজন্য রাসেল বাহিনী আমার প্রতি আরো বেশী উত্তেজিত হয়ে পড়েছে। এবার সে আমাকে খুন করবে প্রতিজ্ঞা করেছে। এতে আমি ও আমার পরিবারের সস্যরা চরম নিরাপত্তাহীনতা দিন কাটাচ্ছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com