বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
নারায়নগঞ্জের ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা
মামলার প্রতিবাদে রোববার ঢাকায় সমাবেশ
ঢাকা ১৩ অক্টোবর ২০১৯:
১৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা দায়ের ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করবে বিএমএসএফ।
আগামি রোববার সকাল ১১টায় বিএমএসএফ’র আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএমএসএফ’র সদস্যসহ সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিনিয়ত সাংবাদিকদের বিরুদ্ধে একেরপর মামলা-হামলা, হয়রাণী অব্যাহত রয়েছে। সাংবাদিকরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালণ করতে পারছেন না। কারো অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই মামলা দিয়ে হয়রাণী করা যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। এ সকল প্রথা ভাঙ্গতেই বিএমএসএফ’র পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবি করে সরকার ও গণমাধ্যমসমুহকে ১৪ দফা দাবি মেনে নেয়ার দাবি তুলে আসছে।