নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ধানমন্ডি মডেল থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৬২, তারিখ-৩০/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/ ৩৩৩/৩৫৩/৩০৭/ ৪৩৫/৪২৭/ ১১৪/৫০৬/(২)/৩৪ ও বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪; মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর @ পল (৫০), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-জিনজিরা হাউলী, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com