নিজ অর্থায়নে রাস্তার কাজ করাচ্ছেন ইউপি মেম্বার হাজি রমজান আলী
ইমরান হোসেন ইমুঃ নিজ অর্থায়নে রাস্তার উন্নয়নের কাজ করাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর মোঃরমজান আলী।সরেজমিন গিয়ে দেখা যায় পূর্ব বন্দডাকপাড়া গোলামবাজার তালগাছ তলা রোডে দীর্ঘদিন যাবত রাস্তার ড্রেন ময়লা আর্বজনা জমে পানি জমে এলাকায় চড়ম দুর্ভোগের সৃষ্টি হয়।এমন অবস্থা দেখে স্থানীয় জিনিজরা ইউনিয়ন পরিষদের মেম্বর নিজ অর্থায়নে একটি পাইব রাগানো হয় , ৩৫ ম্যান হোলের জন্য স্লাপ তৈরী করেন।বিগত কিছুদিন যাবত রাস্তার ড্রেনের ময়লায় জনসাধারনের দুর্ভোগ দেখে অবষেশে নিজেই নিজের অর্থকড়ি খরচ করে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেয়।ফলে এলাকার কয়েক হাজার লোক এর সুফল পেতে শুরু করেছে।এ বিষয়ে জানতে চাইলে রমজান আলী মেম্বর বলেন,আমি এলাকার মেম্বর আর এ এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার,তাই আমি নিজ উদ্যোগে একাজের সিন্ধান্ত নিয়েছি।পূর্বে এ এলাকায় বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সাধারন মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো। আর এখন সে সমস্যার অবসান হচ্ছে।
এলাবাসী মেম্বরের এমন ভালো উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com