ঢাকার কেরানীগঞ্জে এলপি গ্যাসের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাজারজাতকারী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি বলেন, সবাইকে সরকার নির্ধারিত মূল্যেই এলপি গ্যাস বিক্রি করতে হবে। এর চেয়ে বেশি দামে বিক্রির কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, দাম কমানোর নির্দেশ দেয়ার পাশাপাশি প্রতিটি দোকানে নতুন মূল্যতালিকা টানানোর নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত দামের বেশি কোনো ব্যবসায়ীরা এলপিজি গ্যাস বিক্রি করছে এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, কেরানীগঞ্জ উপজেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নুরে আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com