সবে ইনজুরি থেকে ফিরেছেন নেইমার। ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। অবশেষে নামলেন, দেখিয়েও দিলেন। করলেন অনিন্দ্যসুন্দর হ্যাটট্রিক। এতেই ক্ষ্যান্ত হননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। হ্যাটট্টিকসহ ৪ গোল করেন তিনি। তার ৪ গোলে লিগ ওয়ানের ম্যাচে দিজোকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
এ ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পেও। ২ গোল করেছেন মারিয়া। আর ১টি করে গোল করেন কাভানি ও এমবাপ্পে।
বুধবার পিএসজির মাঠে খেলতে নামে দিজোকে। পুরো ম্যাচেই নাস্তানাবুদ হতে দেখা গেছে তাদের। ৪ মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। নতের বিপক্ষে পিএসজির জয়সূচক গোলটিও করেছিলেন এ আর্জেন্টাইন উইঙ্গার। ১৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণও করেন তিনি।
২১ মিনিটে ডি মারিয়ার ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কাভানি। এ নিয়ে পিএসজির হয়ে গড়া জ্বালাতান ইব্রাহিমোভিচের সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসালেন তিনি।
এর পর দৃশ্যপটে আসেন নেইমার। ৪২ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি। ৫৭ মিনিটে তার গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পিএসজি। ৭৩ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বজ্রগতির শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পিএসজির হয়ে ব্রাজিল যুবরাজের এটি প্রথম হ্যাটট্রিক।
তবে হ্যাটট্রিক পূরণ করেই ক্ষ্যান্ত থাকেননি নেইমার। ৭৭ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান তিনি। ৮৩ মিনিটে স্পট কিক থেকে সফল লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এ নিয়ে চলতি লিগে ১৫ গোল করলেন নেইমার।
এ জয়ে পয়েন্ট টেবিলে পিএসজির শীর্ষস্থান আরও মজবুত হল। ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দলটি। উনাই এমেরির দলের চেয়ে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিও।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com