শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
নৌ-পরিবহন ব্যবস্থাকে নির্বিঘ করতে চাই
—নৌপ্রতিমন্ত্রী
শামীম আহম্মেদ ঃ
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সকলের ঈদযাত্রা যেন সুন্দর হয় ভালো হয় সে লক্ষকে সামনে রেখে আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে আমরা নৌ-পরিবহন ব্যবস্থাকে নির্বিঘœ করতে চাই। তিনি বলেন জনগণের দায়িত্ব যেহেতু আমরা নিয়েছি সে হেতু জনগণের সুখে-দু:খে আমরা তাদের পাশেই থাকতে চাই। নৌপ্রতিমন্ত্রী বলেন ঈদ উপলক্ষে কোন ফিটনেস বিহীন জাহাজ চলাচল করতে দেয়া হবেনা তবে কিছু স্পেশাল জাহাজ চলবে। তিনি বলেন ডেঙ্গু নিয়ে দেশবাসী আজ চরম উৎকন্ঠায় রয়েছে। এ পরিস্থিতে ডেঙ্গু মোকাবেলায় প্রধানমন্ত্রী সরকার ও সকল নেতা-কর্মীদের দায়িত্ব দিয়েছেন। সে মোতাবেক আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। তিনি বলেন বন্যা,ডেঙ্গু ও পদ্মাসেতু নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা বন্যা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এবার অন্যান্য গুজবও আমরা মোকাবেলা করবো ইনশআল্লাহ। পতিমন্ত্রী আজ সোমবার আসন্ন ঈদ-উল আযহায় নিরাপদ,নির্বিঘœ সুষ্ঠু ঈদ ব্যবস্থাপনা নিশ্চিত কল্পে ঢাকা নদীবন্দর সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এসময় নৌযান শ্রমিকদের বেতন বোনাস নিদৃষ্ট সময়ের মধ্যেই পরিশোধ করার জন্য নৌযান মালিকদের প্রতি আহবান জানান।
বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সচিব মো.আবদুস সামাদ।
অন্যানের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নৌ-পরিবহন অধিদপ্তরের মহ্পারিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম,বিআইডবিøউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ^াস,লঞ্চমালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভুইয়া,নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো.শাহআলম,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুল হক সাহিদ প্রমুখ। #