বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

পল্লবীতে যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে মাদকের সাম্রাজ্য, ফ্ল্যাট দখলের অভিযোগ

পল্লবীতে যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে মাদকের সাম্রাজ্য, ফ্ল্যাট দখলের অভিযোগ।
ঢাকা, তারিখ: (২-০৩-২৫।

রাজধানীর পল্লবী এলাকায় ফুজি আক্তার নামে এক মাদক ব্যবসায়ী যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে প্রকাশ্যে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন এবং তার প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
বিশেষ সূত্রে জানা যায়, ফুজি আক্তার শুধু মাদক ব্যবসার সঙ্গে জড়িতই নন, বরং তিনি নিরীহ এক মহিলার একটি ফ্ল্যাট জবরদখল করে সেখান থেকে মাদকের কারবার চালাচ্ছেন। ভুক্তভোগী ওই মহিলা একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলেও, এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, “ফুজি আক্তারের কারণে আমাদের পরিবার-পরিজন সবসময় আতঙ্কে থাকে। তার মাদক চক্রের কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ সমাজ বিপথে চলে যাচ্ছে।”
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এস আই, সালাউদ্দিন পল্লবী থানায় কর্মরত অফিসার জানান, “আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মাদকের আস্তানা উচ্ছেদ এবং দখলকৃত ফ্ল্যাট উদ্ধার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host