পল্লবীর মাদকসম্রাটী ফুজিয়া আক্তার যুব মহিলা লীগের নেত্রী!
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে দীর্ঘদিন ধরে মাদক সাম্রাজ্য চালিয়ে আসা কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুজিয়া আক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খোদ যুব মহিলা লীগের স্থানীয় এক নেত্রী হিসেবেই তার পরিচিতি থাকলেও, তার ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে বিশাল মাদক নেটওয়ার্ক।
গোপন সূত্রে জানা গেছে, ফুজিয়া আক্তার শুধু মাদকের কারবারই নয়, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তার প্রভাব এতটাই বিস্তৃত যে, কেউ মুখ খুললে তাদের ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে তার কয়েকজন সহযোগী গ্রেপ্তার হওয়ার পর তার নাম সামনে আসে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফুজিয়া আপার রাজনৈতিক পরিচয় থাকায় আমরা কিছু বলতে পারতাম না। কিন্তু তার বাড়িতেই মাদকের আসর বসতো, এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফুজিয়া আক্তারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় পল্লবীজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ দ্রুত তার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com