বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা, রাজধানীর পল্লবী এলাকার আলোচিত ‘লেডি ডন’ নামে পরিচিত যুব মহিলা লীগের এক নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন।
পল্লবী থানার একটি সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা, সন্ত্রাসী কার্যকলাপ এবং বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এখনো তিনি আইনের আওতায় আসেননি।
ভুক্তভোগীদের অভিযোগ, এই নেত্রী স্থানীয় কিছু অসাধু পুলিশ সদস্যের সহায়তায় নিজের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হন। এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত তাঁর গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।