পুরান ঢাকার বায়না নগরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহ : এর বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত।
[caption id="attachment_13439" align="alignnone" width="1024"] oplus_34[/caption]
নিজস্ব প্রতিবেদক, ইমরান হোসেন ইমু।
গতকাল শুক্রবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহ : : এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে পুরান ঢাকার বায়না নগরে পীর সাহেব বাড়ীতে খানকায়ে হাসমাতিয়া মাহমেদিয়ার আয়োজনে এক আলোচনা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। খানকায়ে কুশায়ী দরবারের পীর সাহেব সৈয়দ সাইদুর রহমানের সুযোগ্য পুত্র সৈয়দ মাহবুবুর রহমান। পরে মিরপুরের মুন্না কাওয়ালের পরিবেশনায় কাওয়ালী গানের আয়োজন করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন। খানকার গদিনসিন মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি আল সাবেরী, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন , আঃ মান্নান সৈয়দ মাহবুবুর রহমান,দরবারের আশেককান আসলাম, মানিক,,সাংবাদিক লুৎফর, পরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ -সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিক ইমরান হোসেন ইমু, ও শিখর মাসুম প্রমুখ
শেষে সকল ভক্ত আশেকান ও আগত মেহমানদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com