পুরান ঢাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাড়ে ১৫ লাখ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাব-১০ ও বিএসটিআইয়ের প্রতিনিধি দলের সহযোগিতায় রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০-এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য জানান। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলা ওই অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ছয় লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে পাঁচ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে তিন লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা করে মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই লাখ টাকার ভেজাল কসমেটিকস জব্দ করা হয়।
বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলেও জানান র্যাবের মিডিয়াসেল।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com