শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। শুরুতেই, আন্তর্জাতিক ফোরাম দ্য ওপেন গ্রুপের ‘অ্যাওয়ার্ডস ফর ইনোভেশন এন্ড একসিলেন্স পুরষ্কারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
পরে, এশিয়াভিত্তিক মানবসম্পদ উন্নয়নে সৃজনশীল কাজে অবদান রাখায় মুম্বাইয়ে পাওয়া ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরষ্কারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ভারতের ইস্টার্ন কমান্ডের দেয়া সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পদক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।