রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। বিএনপি নেতা হাজী আক্তার হোসেন দক্ষিণ বিএনপির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা পুলিশের সাথে ইসলাম পুরের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে দেশের সবচেয়ে বৃহৎ পরীক্ষা

মোঃইমরান হোসেন ইমু।।,কেরাণীগঞ্জ : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে দেশের সবচেয়ে বৃহৎ পরীক্ষা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, আমাদের নতুন প্রজন্মের জাতী গঠনে এরাই হবে উত্তম কারিগর। তিনি বলেন শিক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তাই একেবারে শেকড় থেকেই আমরা মানসম্মত শিক্ষা উপহার দিতে চাই। প্রতিমন্ত্রী বলেন, আমাদের কোমলমতি এসকল শিশু শিক্ষার্থীদের জোড়করে চাপিয়ে দিয়ে কোচিং করে জিপিএ-৫ পেতে হবে এর কোন প্রয়োজন নাই।

প্রতিমন্ত্রী আজ ২০ নভেম্বর বুধবার কেরাণীগঞ্জের জিনজিরা পী.এম.পাইলট স্কুল এ্যান্ড কলেজ ও আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে আগানগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষা সমাপনী পরীক্ষা দেশের সর্ববৃহৎ পরীক্ষা। এ পরীক্ষার সময় সারাদেশ উৎসবে পরিনত হয়। মাঠ পর্যায়ের প্রশাসন ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দক্ষতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আসছেন বিধায় এপর্যন্ত দেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নাই।

তিনি বলেন, আশা করছি বিগত বছরগুলোর অনুরুপ এ বছরও সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষকবৃন্দ চলতি এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে তাদেও দায়িত্ব পালন করবেন। তবে পরীক্ষায় কোথাও কোন নূণ্যতম অবহেলা বা অনিয়মের খবর পাওয়াগেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন কিন্ডার গার্টেন নিয়ে আমরা নীতিমালা তৈরী করতে যাচ্ছি এবং শ্রেণীকক্ষ সংকট নিরসনেও কাজ করছি। তাছাড়া ১৮ হাজার শিক্ষক নিয়োগের ভাইবা চলছে। এতেকরে শিক্ষক সংকট নিরসণ হবে বলেও তিনি জানান।

এসময় শিক্ষামন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপ-পরিচালক ইফতেখার হোসেন ভুইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host