ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন এসআই সুব্রত দাস।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ আবুল কালাম আজাদ।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন অলিনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) সুব্রত দাস।
সূত্র জানায়, তিনি জিআর ওয়ারেন্ট, জিআর সাজা ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্ট ও সিআর সাজা ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ অবদান রাখায় এ সম্মাননা লাভ করেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এসআই সুব্রত দাসের হাতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সম্মাননা স্মারক তুলে দেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্ত্ব ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খায়রুল আলমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল ইসলাম এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সুব্রত দাস বলেন, “গ্রেফতারি পরোয়ানা তামিল কাজে আমাকে সার্বিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়েছেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান স্যার। এছাড়াও তথ্যপ্রযুক্তির সহায়তা, সুচিন্তিত মতামত এবং নিবিড় তদারকির জন্য কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম স্যার এবং দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাজাহারুল ইসলাম স্যারের প্রতি
আমি কৃতজ্ঞ।ও
পুরুস্কার সামনের দিকে আমার কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে দেবে। স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আগামীতে দেশ ও মানুষের মানবতার সেবায় কাজ করে যেতে পারি।
বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির ও অপহরণ সহ। বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। বাংলাদেশ পুলিশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করতে পারি।
আমি কৃতজ্ঞ। তাদের দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতায় আমি এ সফলতা অর্জন করতে পেরেছি। সংশ্লিষ্ট সকল সহকর্মী ও সিনিয়র কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com