রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। বিএনপি নেতা হাজী আক্তার হোসেন দক্ষিণ বিএনপির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা পুলিশের সাথে ইসলাম পুরের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ‌কিরাপুল-চুনকুটিয়ায় হচ্ছে নতুন ফ্লাইওভা‌র

ঢাকা:
রাজধানীর ফ‌কিরাপুল থে‌কে নাই‌টিঙ্গেলমোড় হ‌য়ে বাবুবাজার পে‌রি‌য়ে চুনকুটিয়া পর্যন্ত নতুন এক‌টি ফ্লাইওভা‌র নির্মা‌ণ করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌ন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জন্য দেওয়া হ‌বে ৩০০ পু‌লিশ সদস্য। আর যানজট নিরস‌নে নগরীতে নামা‌নো হ‌বে ৪ হাজার আধু‌নিক বাস।

রোববার (২৩ এপ্রিল) বি‌কেলে নগর ভব‌নে ঢাকা সড়ক প‌রিবহন কর্তৃপক্ষের (ডি‌টি‌সিএ) প‌রিচালনা প‌রিষ‌দের নবম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। বৈঠক শে‌ষে ব্রিফিং করে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী ব‌লেন, ফ‌কিরাপুল থে‌কে নাই‌টিঙ্গেলমোড় হ‌য়ে বাবুবাজার পেরিয়ে চুনকুটিয়া পর্যন্ত এক‌টি ফ্লাইওভা‌র নির্মা‌ণের সিদ্ধান্ত হয়েছে। এ‌টি নির্মা‌ণে নামার আ‌গে ট্রা‌ফিক ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ সতকর্তা অবলম্বন কর‌তে হ‌বে।

ওবায়দুল কাদের জানান, গাবতলী থে‌কে নবীনগর পর্যন্ত এক্স‌প্রেসও‌য়ে নির্মাণ নি‌য়েও সভায় আলোচনা হয়েছে। কথা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখ থে‌কে কমলাপুর পর্যন্ত মে‌ট্রো‌রেল লাইন নির্মাণ প্রকল্প নিয়েও।

মন্ত্রী বলেন, দুই সি‌টি কর‌পো‌রেশ‌ন ও রাজউকের জন্য ৩০০ পু‌লিশ সদস্য দেওয়া হ‌বে। এজন্য এক‌টি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হ‌বে। এই ৩০০ পু‌লি‌শের কাজ হ‌বে সি‌টি করপো‌রেশ‌নের ফুটপাত দখলমুক্ত করতে অ‌ভিযা‌ন চালানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পু‌লিশ সি‌টি কর‌পো‌রেশনকে দে‌বে।

বৈঠকে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও। তিনি জানান, প‌রিবহন নেতাদের সঙ্গে নি‌য়ে ঢাকায় ৪ হাজার বাস নামা‌নোর এক‌টি প‌রিকল্পনা হয়েছে। এ নি‌য়ে মে মা‌সের প্রথম সপ্তা‌হে সড়কমন্ত্রীর স‌ঙ্গে বি‌শেষ বৈঠক হ‌বে।

ওবায়দুল কা‌দেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপ‌স্থিত ছি‌লেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হো‌সেন, ঢাকা দ‌ক্ষিণ সি‌টি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সং‌শ্লিষ্ট মন্ত্রণালয়ের স‌চিব, বিভাগীয় স‌চিব, বিভাগগু‌লোর মহাপ‌রিচালকসহ ঢাকার পাশ্ববর্তী জেলা ও পৌরসভার মেয়র, প্রশাসকসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তারা।

ডিটিসিএ সভায় বৃহত্তর ঢাকায় নতুন আবাসিক প্রকল্প অনুমোদনে প্রতি একরে সাড়ে তিন হাজার টাকা ট্রাফিক ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়। ভবনের সর্বমোট আয়তন ৮০০ বর্গমিটারের কম হলে কর দিতে হবে চার হাজার টাকা। ৩০ হাজার বর্গমিটারের বেশি হলে কর লাগবে তিন লাখ ৭০ হাজার টাকা।

১০তলার চেয়ে উঁচু ভবনের আয়তন হিসাব করা হবে, প্রথম তলা থেকে সর্বোচ্চ তলা পর্যন্ত মেঝের মোট আয়তনের যোগফল। এক হাজার বর্গমিটার থেকে দেড় হাজার বর্গমিটার আয়তনের ভবন নির্মাণে কর দিতে হবে সাড়ে আট হাজার টাকা। আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে করও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host