রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ক্রিকেট সামগ্রী বিতরণ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরের ‘হবিবপুর ক্রিকেট ক্লাব’কে আজ বাংলাদেশ ব্যাংক ক্লাব ভবন ঢাকাতে ফুল ক্রিকেট সেট তুলে দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাসেদুল হক, সহসভাপতি ইলিয়াস মিলন, হবিবপুর ক্রিকেট ক্লাবের সভাপতি আরিফসহ ক্লাব নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশের ছাত্র, যুবক, ও তরুণ সমাজকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও বিপথগামীতা থেকে রক্ষা করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন খেলাধূলা, শিক্ষা ও দেশীয় সংস্কৃতির উন্নয়নসহ আলোকিত সমাজ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের সম্মানিত সহসভাপতি কবি জুলখাওয়াজ জাওয়াদীন এ বিষয়ে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে যাচ্ছেন।