বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
বন্ধু চিরদিনের কক্সবাজারে ভ্রমণ,
গত ৩রা ডিসেম্বর হতে ৬ ই ডিসেম্বর পর্যন্ত বন্ধু চিরদিন নামক সংগঠন টি কক্সবাজার ভ্রমণ করে। সংগঠনের ১৬ জন সদস্য এই ভ্রমণে অংশ নেন।তারা ৩ রা ডিসেম্বর রাত ১০ টায় রাজারবাগ গ্রীণ লাইন মেন ড্রেকার গাড়ীতে করে। কক্সবাজার কলাতলীতে পৌঁছে ভোর ৬ টায় এরপর অটো নিয়ে হোটেল সিগালে পৌছে সেখানে আগে থেকে রুম বুকিং করা ছিলো। সেখানে দুই রাত অবস্থান করেন তারা এর আগে বাসে রাতের নাস্তা টপ এশিয়া থ্রি পিছ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় একটি বক্স তাতে ছিলো ১টি কমলা, ১টি আপেল, ১টি আফরাতুন,১টি চুইংগাম,১টি টফি চকলেট, ৩টি আঙুর এরপর কক্সবাজারে সকালবেলা নাস্তা বন্ধু চিরদিনের বন্ধু আলা উদ্দিনের সৌজন্যে নাস্তা শেষ করে সিগালের সুমিং করার জন্য নেমে পড়েন সবাই তারপর গোসল শেষে দুপুরের খাবার পুউসি রেস্টুরেন্টে করে। এরপর সমুদ্রে দৃশ্য দেখতে লাবনী ব্রিচে ছবি তুলে সবাই মিলে। সন্ধ্যায় চিংড়ি ফ্রাই, কাকলা ফ্রাই উপভোগ করেন। বন্ধু চিরদিনের আয়োজক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন।সবচেয়ে মজা ছিলো সিগালের সকালের বুফের নাস্তা।৬ ডিসেম্বর রবিবার ঢাকার উদ্দেশ্য রওনা হন বন্ধু চিরদিন।