বন্যার পানিতে প্লাবিত শ্রীনগর - দোহার মহা সড়ক
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে
পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে । পদ্মার আশেপাশের এলাকার বিভিন্ন অংশ দিয়ে পানি দ্রুতবেগে প্রবেশ করে শ্রীনগরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।এতে শ্রীনগর-
দোহার মহাসড়কের আল-আমিন বাজার এর উপর দিয়ে হাঁটু সমান উচ্চতায় প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।এবং কিছুক্ষণ পূর্বে শ্রীনগরে কুশারী পাড়া গ্রামের সামনে অবস্থিত শ্রীনগর-দোহার মহাসড়ক প্লাবিত হয়ে প্রবল বেগে পানি ছুটছে।এতে ও ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে ।ফলে যেকোনো সময় শ্রীনগর থেকে দোহার হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, সকাল সাতটার দিকে শ্রীনগর-দোহার মহাসড়কের কুশারী পাড়াগ্রাম এর কাছে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। কিছু বাস-ট্রাককে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়।
বন্যার পানিতে অনেকের বীজতলা, সবজি ও পাটের আবাদ তলিয়ে গেছে, বাড়ি-ঘরে পানি ঢুকেছে। যেকোনো সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেখানে দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com