বাদামতলীর ফল ব্যবসায়ী জসিম উদ্দিন খান দিপুর বিরুদ্ধে এক বালক কে বলাৎকারের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বাদামতলী এলাকার ফল সমিতির যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন খান দিপুর বিরুদ্ধে তার গ্রামের বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জ কুড়ালতলী গ্রামের গরীব পরিবারের মৃত মো: জব্বার হাওলাদারের তৃতীয় ছেলে ইনসান বয়স ১২ কে বলাৎকারের অভিযোগ ঢাকায় লেখাপড়া করানোর জন্য জসিমের স্ত্রী বুবলি বেগম ঢাকাস্থ আনোয়ার ল্যান্ড ৫৩/১০ জনসন রোডের বাসায় নিয়ে আসেন।এমন অবস্থায় জসিমের স্ত্রী বুবলি তার মায়ের বাড়ীতে মা কে দেখার জন্য কেরানীগঞ্জের বাড়ীতে যায়।সে সুযোগ কে কাজে লাগিয়ে বাসা ফাঁকা পেয়ে। প্রায় রাতে বালক ইনসান কে দিয়ে শরীর ম্যাসেজ করার কথা বলে ইনসান কে এক সপ্তাহ ধরে বলাৎকার করে। বলে জানা যায়। পরে বালক ইনসান জসিমের ব্যক্তিগত ড্রাইভার সাইদুর কে ঘটনা জানায়।এরপর সাইদুর ঘটনা কাউকে না জানতে ইনসান কে বলে।এবং জসিমের বড় ছেলে যুবরাজ কে বিষয়টি বলতে বলে। ইনসান কে এরপরও বালক ইনসান জসিমের বড় ছেলে সাথে রাতে ঘুমাতে গেলে সে সময়ও বালক ইনসান কে জসিম ছেলের ঘর কোলে করে তুলে নিয়ে জসিমের রুমে নিয়ে যায়।পরে জসিমের স্ত্রী বুবলি বেগম বাড়ীতে আসার বালক ইনসান তার উপর বলাৎকারের কথা জানায়।এরপর জসিমের বড় ছেলে যুবরাজ বালক ইনসানের উপর বলাৎকারের কথা গুলো মোবাইলের রেকর্ড করেন।
এরপর ঘটনাটি জানাজানি জসিম খান বালক ইনসান কে তড়িঘড়ি করে গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়।জানা যায়।বালক ইনসানের পরিবারের মুখ বন্ধ রাখার লক্ষাধিক টাকা প্রদান করে।উক্ত বলাৎকারের ঘটনা টি ভিন্নখাতে নেওয়ার জন্য উল্টো বালক ইনসানের পরিবার তার সবুজ ভাই কে দিয়ে জসিম নিজের স্ত্রী বুবলি বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করান।এবং বালক ইনসান কে জসিম মিডিয়ার কাছে মুখ খুলতে বারণ করেন।বর্তমানে বালক ইনসান কে দিয়ে উল্টো তার স্ত্রী বুবলির বিরুদ্ধে একটি ভিডিও ধারন করে। তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।এছাড়াও বুবলী স্বামীর অপকর্মের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দিয়েছেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com