রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক।
—————————
নিজস্ব প্রতিবেদক :গতকাল বুধবার রাতে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান -এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সভায় শেষে ডা. ইরান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বতী সরকারকে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সমুহের সংলাপ আয়োজন করে রোডম্যাপ তৈরি, ভারতীয় পানি আগ্রাসনে সৃষ্ট বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করনীয় বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।