শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএফইউজে ও ডিইউজের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেএ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে।
সোমবার ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা।