ময়মনসিংহের পাগলায় বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। গ্রেপ্তাররা হলো ডাকাত সরদার রায়হান ও দুই সহযোগী অহেদ আলী ও সিরাজ।
মঙ্গলবার (২০ মার্চ) উপজেলার অললী গ্রামে র্যাব ১৪ এর এএসপি গৌতম দেবের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় ডাকাত দলের সর্দারসহ তাদের আটক করা হয়।
এসময় তাদের দেহ ও বসতঘর তল্লাশী করে ১টি ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪টি লোহার দা, ২টি বড় ছোড়া, ১টি কাটার, ১টি লোহার করাত, ১টি স্টিলের চেইন, ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, আটক হওয়া ডাকাত সরদার রায়হান একাধিক মামলার আসামী এবং সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব-১৪ এর আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com