শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বুড়িগঙ্গায় নৌচলাচল স্বাভাবিক ব্যবসায়ী মহলে স্বস্তি

শামীম আহম্মেদ ঃ
বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধকরে দেয় বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এ ঘাট তিনটি বন্ধকরে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুণ স্থাপন করে দিয়েছে বিআইডবিøউটিএ’র লোকজন। এর প্রতিবাদে সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর বিক্ষোভ কর্মসূচী পালন করে কেরাণীগঞ্জের পূর্ব আগানগরস্থ ব্যবসায়ী পল্লীর হাজার হাজার ব্যবসায়ী জনতা। কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচীতে স্থানীয় সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে স্বত:স্ফুর্ত অংশগ্রহন করেনr

। এসময় তারা এসকল খেয়াঘাট খুলে দেয়ার দাবি জানিয়ে বিআইডবিøউটিএ’র এ ধরনের কর্মকান্ডের বিরোধিতা করে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্রতিবাদ মিছিলে ফেটে পরেন। বিআইডবিøউটিএ কর্তৃক বন্ধ করে দেয়া ওইসব খেয়াঘাট খুলে না দেয়া পর্যন্ত এ ধরনের নানা কর্মসূচী চালিয়ে যাবার পাশপাশি বৃহৎ আন্দোলন কর্মসূচীরও হুমকি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নিজ নির্বাচনী এলাকার জনগনের পাশে অবস্থান নিয়ে মুঠোফোনে বিআইডবিøউটিএ’র চেয়ারম্যানের সাথে এ সংক্রান্ত সমস্যার সমাধান চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সচিবের সাথেও। এসময় তিনি খেয়াঘাট নিয়ে কেরাণীগঞ্জের ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার বিষয়টির আলোচনার এক পর্যায়ে খেয়াঘাট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় বিআইডবিøউটিএ কতৃপক্ষ। এতেকরে স্বস্তি ফিরে আসে কেরাণীগঞ্জের ব্যবসায়ী মহলে। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এ ধরনের ভুকিায় সন্তোষ প্রকাশ করে তার ভুয়সী প্রসংশা করে ব্যবসায়ী মহল।
জানাযায়,কেরাণীগঞ্জ থেকে নৌকাযোগে রাজধানীতে পারাপারের অত্যন্ত জনবহুল তিনিটি খেয়াঘাট হচ্ছে তেলঘাট,সিমসনঘাট ও ওয়াইজঘাট। এসকল ঘাটদিয়ে স্কুল-কলেজগামী শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,ব্যবসায়ী ও সাধারণ জনগণসহ প্রতিনিয়ত হাজার হাজার লোক নৌকাযোগে কেরাণীগঞ্জ থেকে রাজধানীতে যাতায়াত করে থাকে। কিন্তু নৌ-নিরাপত্তার দাবি তুলে হঠাৎ করেই এ খেয়াঘাট তিনটি বন্ধ করে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুণ স্থাপন করে দেয় বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। এতকরে ব্যাপক সমস্যা দেখা দেয় কেরাণীগঞ্জ থেকে রাজধাণীর বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া শিক্ষার্থী, অভিভাবক,ব্যবসায়ী,নৌকা মাঝিসহ হাজার হাজার জনতার।
এব্যপারে জানতে চাওয়া হলে-কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ শেখ বলেন,বন্ধ করে দেয়া এসকল ঘাটগুলোর সাথে কেরাণীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীদের ব্যবসা-বানিজ্যসহ জীবন-জীবিকার নিবিড় সম্পর্ক জড়িত। তিনি বলেন, বুড়িগঙ্গার কোল ঘেষে গড়ে ওঠা কেরাণীগঞ্জের পূর্ব আগানগরের এ গার্মেন্টস পল্লীটি হচ্ছে দেশের সর্ববৃহৎ তৈরী পোষাকের বাজার। এখানকার তৈরী পোষাক রাজধানীসহ দেশে প্রত্যন্ত অঞ্চলেরও তৈরী পোষাকের চাহিদা মিটিয়ে থাকে। তারমতে এখানে ৩শটি বহুতল মার্কেটে প্রায় ৪হাজার গার্মেন্টস কারখানা ও ৫হাজার শো-রুম রয়েছে। যেখানে প্রায় আড়াই লক্ষাধিক শ্রমিক( নারী-পুরুষ) কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চল হইতে হাজার হাজার পাইকার তাদের মালামাল ক্রয়ের জন্য তেলঘাট,সিমসনঘাট এবং ওয়াইজঘাট দিয়ে নৌকাযোগে তাদের ক্রয়কৃত মালামাল পারকরে থাকে। কাজেই এসকলঘাট বন্ধ হয়েগেলে আমরা বিপদে পরে যাবো। তিনি বলেন,প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে খেয়াঘাট পুনরায় খুলে দেয়ায় আমরা সকলেই আন্তরিকভাবে সন্তুষ্ট।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন বলেন, কেরানীগঞ্জ গার্মেন্ট পল্লী¬টি দক্ষিণ এশিয়ার বৃহত্তম তৈরি পোশাকের মার্কেট। নৌকা যোগে এখানকার বহু পাইকার তাদেও মালামাল পার করে থাকে। খেয়া ঘাট বন্ধ হয়ে গেলে এ পল্লী¬টি মুখ থুবরে পড়বে। তারমতে গার্মেন্ট শিল্পটি বাঁচিয়ে রাখতে হলে টার্মিনালটি কিছুটা দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া প্রয়োজন।
গুদারাঘাট আঞ্চলিক শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ও সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মুসলিম কালেকশনের স্বত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.মুসলিম ঢালী বলেন,বন্ধ করে দেয়া এসকল ঘাট দিয়ে আমাদের ব্যবসায়ী পল্লীর হাজার হাজার পাইকার তাদের মালামাল নেয়াসহ রাজধানীর ৪০-৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী কেরাণীগঞ্জ থেকে এসকল ঘাট দিয়ে নৌকাযোগে রাধানীতে যায়। কাজেই এসকলঘাট বন্ধ হয়েগেলে ঘাট সম্পৃক্তরা সকলেই বিপদে পরে যাবো। তিনি প্রতিমন্ত্রীর এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানান।
কেরাণীগঞ্জ গার্মেন্টস দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী এমরান বলেন,সেকল ঘাট বন্ধ হয়ে গেলে গার্মেন্টস পল্লীর প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পরবে। তাদের মুখের দিকে তাকিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ যে পদক্ষেপ গ্রহন করেছেন তাতে স্বতি ফিরে পেয়েছেন অত্র এলাকার সকল শ্রেণী পেশার জনগণ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host