বিরামপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত।
বিরামপুর প্রতিনিধিঃ
"শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" এই স্লোগানে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সকালে ১০ টার দিকে পৌর শহরের আনসার মাঠে আনসার ও ভিডিপি সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট হাছান আলী পিভিএম এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তাহেরা সুলতানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্ব রাখায় আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলার আনসার ভিডিপির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com