শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
বিরোধীদের শত বাধার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে শুরু হোল তবলিগ জামাতের জেলার ইজতিমা,জুম্মার নামাযে লাখো মুসল্লির ঢল । তবলিগের মূলধারা থেকে বিচ্যুত পাকিস্তান ভিত্তিক আলমি শুরার অনুসারীদের শত বাধা এবং প্রতিকূলতার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে ইজতিমা শুরু হয়েছে । জেলাগুলো হোল রাজশাহী, রংপুর, জয়পুরহাট, জামালপুর এবং ঝিনাদাহ । রাজশাহীঃ আয়োজকদের সূত্রে জানা যায় রাজশাহীতে স্থানীয় প্রশাসনের তথ্যমতে কমপক্ষে তিন লক্ষ মুসল্লি জুমার নামাযে অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মুফতি আতাউর রহমান সাহেব । বাদ আসর বয়ান করেন বগুড়ার জিম্মাদার হাফেজ ওজিউল্লাহ সাহেব, বাদ মাগরিব মুল বয়ান করেন মাওলানা মুত্তাসালিন মাওলা সাহেব। জামালপুরঃ হেফাজত পন্থিদের ব্যাপক বাধার মুখেও শান্তিপূর্ণভাবে ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে জামালপুরে । আয়োজকদের দাবী অনুযায়ী প্রায় দুই লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আশরাফ আলি সাহেব । রংপুরঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রংপুরের ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে । জুম্মার নামাযে লাখ লাখ মুসুল্লি অংশ নেয় । জুম্মা নামায পরিচালনা করেন বাংলাদেশ তবলিগ জামাতের শুরা এবং ফয়সাল কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা মোসাররফ সাহেব । শনিবার আখেরি মোনাজাতের ব্যাপক লোকসমাগমের আশা করছে ইজতিমা আয়োজকগন । জয়পুরহাটঃ লাখো মুসুল্লির অংশগ্রহণে জুম্মার নামায অনুষ্ঠিত হয় । স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশস্নের উচ্চপদস্থ কর্মকর্তাগন জুম্মার নামাযে অংশ নেন। নামাযের আগে বয়ান করেন তবলিগ জামাতের মুরুব্বি কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আব্দুল্লাহ মুনসুর সাহেব । বাদ মাগরিব বয়ান করেন বাংলাদেশ তবলিগ জামাতের ফয়সাল এবং শুরা কাকরাইল মসজিদের প্রফেসর মুকিম ইউনুস শিকদার সাহেব । ঝিনাইদাহঃ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ লাখ লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয় । জুম্মার নামায পরিচালনা করেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, জুম্মার পর বয়ান করেন মাওলানা মুয়াজ বিন নুর , বাদ মাগরিব বয়ান করেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব । আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতিমা শেষ হবে ।