শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরোধীদের বাধার মুখেও একযোগে ৫ জেলায় শুরু হোল তবলিগ জামাতের জেলার ইজতিমা

বিরোধীদের শত বাধার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে শুরু হোল তবলিগ জামাতের জেলার ইজতিমা,জুম্মার নামাযে লাখো মুসল্লির ঢল । তবলিগের মূলধারা থেকে বিচ্যুত পাকিস্তান ভিত্তিক আলমি শুরার অনুসারীদের শত বাধা এবং প্রতিকূলতার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে ইজতিমা শুরু হয়েছে । জেলাগুলো হোল রাজশাহী, রংপুর, জয়পুরহাট, জামালপুর এবং ঝিনাদাহ । রাজশাহীঃ আয়োজকদের সূত্রে জানা যায় রাজশাহীতে স্থানীয় প্রশাসনের তথ্যমতে কমপক্ষে তিন লক্ষ মুসল্লি জুমার নামাযে অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মুফতি আতাউর রহমান সাহেব । বাদ আসর বয়ান করেন বগুড়ার জিম্মাদার হাফেজ ওজিউল্লাহ সাহেব, বাদ মাগরিব মুল বয়ান করেন মাওলানা মুত্তাসালিন মাওলা সাহেব। জামালপুরঃ হেফাজত পন্থিদের ব্যাপক বাধার মুখেও শান্তিপূর্ণভাবে ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে জামালপুরে । আয়োজকদের দাবী অনুযায়ী প্রায় দুই লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আশরাফ আলি সাহেব । রংপুরঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রংপুরের ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে । জুম্মার নামাযে লাখ লাখ মুসুল্লি অংশ নেয় । জুম্মা নামায পরিচালনা করেন বাংলাদেশ তবলিগ জামাতের শুরা এবং ফয়সাল কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা মোসাররফ সাহেব । শনিবার আখেরি মোনাজাতের ব্যাপক লোকসমাগমের আশা করছে ইজতিমা আয়োজকগন । জয়পুরহাটঃ লাখো মুসুল্লির অংশগ্রহণে জুম্মার নামায অনুষ্ঠিত হয় । স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশস্নের উচ্চপদস্থ কর্মকর্তাগন জুম্মার নামাযে অংশ নেন। নামাযের আগে বয়ান করেন তবলিগ জামাতের মুরুব্বি কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আব্দুল্লাহ মুনসুর সাহেব । বাদ মাগরিব বয়ান করেন বাংলাদেশ তবলিগ জামাতের ফয়সাল এবং শুরা কাকরাইল মসজিদের প্রফেসর মুকিম ইউনুস শিকদার সাহেব । ঝিনাইদাহঃ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ লাখ লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয় । জুম্মার নামায পরিচালনা করেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, জুম্মার পর বয়ান করেন মাওলানা মুয়াজ বিন নুর , বাদ মাগরিব বয়ান করেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব । আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতিমা শেষ হবে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host