সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
বিশ^ব্যাংক প্রতিনিধি দলের কেরাণীগঞ্জের
দুই ইউনিয়ন পরিদর্শন
শামীম আহম্মেদ.
কেরাণীগঞ্জের কোন্ডা ও আগানগর ইউনিয়ন পরিদর্শন করেছেন বিশ^ব্যাংকের দশ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ ২৭অক্টোবর রবিবার সকালে কোন্ডা ইউনিয়ন পরিষদে পৌছে প্রথমে চিত্র প্রদর্শনীর মাধ্যমে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রজেক্ট(এলজি এসপি)’র বিভিন্ন উন্নয়ন কর্ম পর্যালোচনা করেন। পরে প্রতিনিধি দলটি স্থানীয় কাউটাইল ঋষিপাড়া এলাকায় এলজি এসপি’র অর্থায়নে এলাকার দরিদ্র জণগোষ্ঠির সুপেয় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য নির্মিত সাবমার্সিবল টিউবওয়েল পরিদর্শন করেন। এসময় স্থানীয় দরিদ্র জণগনের সাথে উন্নয়ন কর্মনিয়ে সৌজন্য আলাপ করেন।
বিশ^ব্যাংকের পরিচালনাধিন এলজি এসপি-৩ প্রকল্পের টাস্ক টিম লিডার শেনহুয়া ওয়াং এর নেতৃত্বে এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন, এলজি এসপি-৩ এর সহকারি প্রকল্প পরিচালক মনদীপ ঘরাই, এলজি এসপি-৩ ঢাকার ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো.জাবেদ ইকবাল চৌধুরী, এলজি এসপি-৩ প্রকল্পের মো.মাহবুবুর রহমান,আমিন উদ্দিন পারভেজ,মাইসুর রহমান, মোস্তাক সানী, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক,ইউপি সচিব প্রকাশ চন্দ্র সরকার,ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম,ইকবাল আহম্মেদ নিবির,শফিকুর রহমান মামুন,গুলশান আরা বেগম,হিমা আক্তার,ময়ফুল বিবি প্রমুখ।
পরে প্রতিনিধি দলটি আগানগর ইউনিয়ন পরিদর্শনে আসেন। এসময় তারা এলজি এসপি’র অর্থায়নে নির্মিত আগানগর ইউনিয়ন পাবলিক লইব্রেরী ও আমবাগচা এলাকায় স্যুয়ারেজ লাইনের কাজ পরিদর্শণ করেন। এসময় প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, ইউপি সদস্য মো.শাহিন,মো.দেলেঅয়ার হোসেন দিলু,মশিউর রহমান শাহিন,আব্দুর রাজ্জাক রুবেল,হাজী মো.রাসেল, প্রাণ কুমার বর্মন, আনোয়ারা বেগম, ফারজানা বেগম চাদনী,তানিয়া শেখ, ইউনিয়ণ ডিজিটাল উদ্যোক্তা শামিমা,মো.শাহাবুদ্দিন প্রমুখ। #
কেরাণীগঞ্জ থেকে
২৭-১০-২০১৯ইং।