শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আগামীকাল শুক্রবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালিত হবে।
এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অ্যাক্রেডিটেশন : নির্মাণ এবং নির্মিত পরিবেশে আস্থা প্রকাশ’। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও এ উপলক্ষ্যে আজ এক বাণী দেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) ও ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের তাৎপর্য তুলে ধরে যৌথ বিবৃতি দিয়েছে।
অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার রাজধানীর মতিঝিলস্থ ঢাকা চেম্বার মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুর-কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিউল বারী।