বুড়িগঙ্গায় লঞ্চের সিঁড়ি থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
বরগুনা থেকে আগত আত্মীয়কে রিসিভ করতে লঞ্চে উঠার সময় সিঁড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে নিহত এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম শাওলিন আকিব(৩০), সে বাংলাদেশ পুলিশের মালিবাগ স্পেশাল ব্রাঞ্চে এস আই হিসেবে কর্মরত ছিল।
আজ(৬ই জুন) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার সদরঘাটে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের ৮ নাম্বর পল্টনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, আজ সকালে বরগুনা থেকে আসা একটি লঞ্চ ঘাটে এসে পৌঁছলে, তিনি আত্মীয়কে রিসিভ করতে লঞ্চে উঠার চেষ্টা করেন। বৃষ্টিতে লঞ্চের ওঠার সিঁড়ি ভেজা থাকায় পা পিছলে নদীতে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সময় মাথায় পল্টনের সাথে মারাত্মকভাবে আহত হয়। পানিতে পড়ে সাথে সাথেই ডুবে যায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com