বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডব্লিটিএ।,
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
দ্বিতীয় দিনের মতো বুড়িগঙ্গা নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।
আজ সোমবার(২৩শে নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবুবাজার ব্রিজের নিচ থেকে সোয়ারি ঘাট পর্যন্ত অংশে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও ঢাকা নদী বন্দরের ইনচার্জ গুলজার আলীর উপস্থিতিতে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে রিভার গার্ড, আনসার ও নৌ পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
এই সময় সেমিপাকা, আধাপাকা, টং দোকান সহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাদামতলী এলাকায় ফল ব্যবসায়ীদের দখলে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও ঢাকা নদী বন্দরের ইনচার্জ গুলজার আলী বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না। আমরা উচ্ছেদ করার পর পরই তা আবার দখল হয়ে যায় সেজন্য এবার আমরা উচ্ছেদকৃত জায়গায় গাছ লাগানোর ব্যবস্থা করেছি। অচিরেই কেরানীগঞ্জের তেলঘাট, চর মিরেরবাগ, বছিলা, ওয়াসপুরসহ বিভিন্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর দুপাশের দখলে থাকা নদীর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com