বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
বুড়িগঙ্গা থেকে একদিনে দুটি ভাসমান লাশ উদ্ধার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে একদিনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দু’টি পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ (২৩শে জুলাই) শুক্রবার সকাল আটটায় জিনজিরা ফেরিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) উলঙ্গ লাশ উদ্ধার করে বরিশুর পুলিশ।
বরিশুর নৌ পুলিশের এসআই শাহজাহান জানান, ট্রিপল নাইন এর মাধ্যমে এলাকাবাসী মডেল থানায় খবর দিলে মডেল থানা থেকে আমাদেরকে অবহিত করা হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছি। তবে সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
অপরদিকে আজ দুপুর ১২টার দিকে পাগলা নৌ-পুলিশ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন বরাবর বুড়িগঙ্গা নদী থেকে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় ফেরদৌস জামান(১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত ফেরদৌস টাঙ্গাইলের মির্জাপুর থানার আগসাওলা গ্রামের দেওয়ান নজরুল ইসলামের ছেলে, বর্তমানে সে পরিবারের সাথে মিরপুরে বসবাস করত এবং স্থানীয় বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
নিহতের বড় ভাই হাসিব জানান, গত ১৯শে জুলাই দুপুরে নিহত ফেরদৌসের বন্ধু ইকরাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে আরও কয়েকজন বন্ধু সহ গাবতলী কয়লাঘাটে গোসল করতে যায়। সেখান থেকে একটু পরে ফোনে জানানো হয়,গোসল করতে নেমে ফেরদৌস পানিতে ডুবে গেছে। পরবর্তীতে স্থানীয়ভাবে সেখানে ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ দুপুরে কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।