৮ ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা থেকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।
প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আট ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) ও (৫০) দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় নিহত একজনের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি এবং অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও টাউজার। সুরতহালের সময় দুজনের কারো গায়েই আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
রবিবার (১৬ মার্চ ) সকাল সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ৮ নং ওয়ার্ড রসুলপুর নজরুল কোম্পানির বাড়ির বরাবর বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌ পুলিশ ৩৫ বছর বয়সী যুবকের ও ইফতারের আগ মুহূর্তে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের বাম পাশে সেনাবাহিনীর জেটির কাছ থেকে ভাসমান অবস্থায় হাসনাবাদ নৌ পুলিশ ৫০ বছর বয়সী ব্যক্তির লাশটি উদ্ধার করে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই বশির আহমেদ জানান, লাশটির শরীরের অংশ নদীর পানিতে ভাসমান অবস্থায় এবং মাথায় অংশ নদী তীরের বাঁধের উপর ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। অপরদিকে হাসনাবাদ হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, নদীতে লাশটি ভাসতে দেখে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com